জোহরা তাজউদ্দীন লাইফ সাপোর্টে
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন লাইফ সাপোর্টে রয়েছেন।
গত নভেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেলে জোহরা তাজউদ্দীনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা সুস্থ হলেও গত শুক্রবার থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
১৯৭৭ সালে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন জোহরা তাজউদ্দীন।
(দ্য রিপোর্ট/ এইউএ/শাহ/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)