হরতাল-অবরোধ আতঙ্কে সুরঞ্জিত
মো. শামীম রিজভী, দ্য রিপোর্ট : সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হরতাল-অবরোধে বোমা আতঙ্কে রাজনৈতিক কোন অনুষ্ঠানে অংশ নেন না। আওয়ামী লীগ সমর্থক সংগঠন নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি এ কথা জানান। মিজির বেশিরভাগ অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগ নেতারা যখন এর বিরোধী মিছিল-সমাবেশ করছে, ঠিক তখনই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না।
মিজি দ্য রিপোর্টকে বলেন, ‘বোমা আতঙ্কের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত আজকের অনুষ্ঠানে আসতে পারেননি। আমাদের নারীনেত্রী ফাতেমা জামান সাথী সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের গাড়ি নিয়ে তাকে (সুরঞ্জিত) আনতে গেলেও তিনি আসেননি। তিনি অনুষ্ঠানে সব সময় দেরি করে আসেন বলে আমি আজকের অনুষ্ঠানটি দুপুরের দিকে শুরু করি। যাতে অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই তিনি এসে পড়েন। আমার তো কিছু করার নেই। কিন্তু এমন হলে তো আমার পক্ষে হল ভাড়া দিয়ে অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
এ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের কাছে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘হরতাল-অবরোধে যে অনুষ্ঠানই থাকুক অথবা যেই আমাকে ডাকুক না কেন, আমি কোন অনুষ্ঠানে যাই না।’
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিত হওয়ার কথা ছিল। ১৮ দল কর্তৃক হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।
এ সময় চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় এমএ করিম, মীর আক্তার হোসেন, এম আসাদুজ্জামান দুর্জয়, অ্যাডভোকেট রিনা পারভিন, মনির চৌধুরী, মো. রুবেল খান, হুমায়ুন কবির মিজি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গত সপ্তাহে ১৮ দলের অবরোধের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় শিডিউল দিয়ে একইভাবে অনুষ্ঠানে আসেননি তিনি।
(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)