দ্য রিপোর্ট প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ শোক প্রস্তাব নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশের সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। দক্ষিণ আফ্রিকার সরকার, জনগণ ও ম্যান্ডেলার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

তিনি আরো বলেন, মন্ত্রিসভা নেলসন ম্যান্ডেলার অবদানের কথা, বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালবাসার কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার গভীর অনুরাগের কথা উল্লেখ করেছে।

মন্ত্রিসভা মনে করে তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক জীবন দর্শনের কারণে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বশান্তি ও জনগণের ঐক্য, সাম্য, গণতন্ত্র ও সৃজনশীলতার এক মূর্তপ্রতীক। ব্যক্তিগত সারল্য, সততা ও উদার মনোবৃত্তি এবং ক্ষমাশীলতা এ মহান নেতাকে বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় করে রেখেছে। তার মৃত্যুতে বিশ্ব একজন প্রজ্ঞাবান, দূরদর্শী এবং সাহসী নেতাকে হারিয়েছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকেলে ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন।

গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাড়িতে মারা যান নেলসন ম্যান্ডেলা।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)