দিরিপোর্ট২৪ সিরাজগঞ্জ সংবাদদাতা : প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাবিবে মিল্লাত মুন্না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিভিল সার্জন মাইনউদ্দিন মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মালিক আব্দুর রহিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রাজা, স্বাচিপ সভাপতি ডা. আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. মাহবুবে খোদা টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, জেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এএস/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)