ইংল্যান্ডকে ২১৮ রানে হারালো অস্ট্রেলিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিনে তারা ২১৮ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এ জয়ে ৫ টেস্টের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার গতি ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ব্যাটিং দৈন্যতার ফাঁদে পড়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও আহামরি স্কোর গড়তে পারেনি। গুটিয়ে যাওয়ার আগে ৩১২ রান করেছে তারা। জয়ের জন্য যথেষ্ট ছিল না এই স্কোর।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং দেওয়াল গুঁড়িয়ে দিয়েছেন পেসার পিটার সিডল ও রায়ান হ্যারিস। সিডল ৪টি ও রায়ান নিয়েছেন ৩টি উইকেট।স্টিভেন স্মিথ, নাথান লিও ও মিচেল জনসন পেয়েছেন একটি করে উইকেট। তাই স্বাগতিকদের দুর্দান্ত বোলিং মোকাবেলা করে জয়ের বন্দরে পৌঁছা সম্ভব হয়নি ইংল্যান্ডের।
দল হারলেও অবশেষে স্কোর করেছেন রান খরায় থাকা কেভিন পিটারসেন। সিডলের বলে বোল্ড হওয়ার আগে ৫৩ রান করেছেন এই ক্রিকেটার। এছাড়া জো রুট ৮৭ ও ম্যাট প্রায়র করেছেন ৬৯ রান।
প্রথম টেস্টেও অসহায়ভাবে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয়টিতেও একই ঘটনার পুনরাবৃত্তি। এ মুহূর্তে সিরিজের যা অবস্থা তাতে স্বাগতিকরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হোয়াইটওয়াশ হতে পারে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৭০/৯ ডিক্লে.; দ্বিতীয় ইনিংস: ১৩২/৩ ডিক্লে.
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৭২; দ্বিতীয় ইনিংস: ৩১২
ফল: অস্ট্রেলিয়া ২১৮ রানে জয়ী
ম্যাচ সেরা: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
(দ্য রিপোর্ট/রা/সিজি/ডিসেম্বর ৯, ২০১৩)