নয় ডিসেম্বরের টপটেন গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ ডিসেম্বর, সোমবার টপটেন গেইনার তালিকার শীর্ষস্থানে উঠে আসে খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড। এদিন এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৯৯ শতাংশ বা ৭ টাকা বাড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় স্থান পাওয়া অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বেড়েছে ৯.৭৯ শতাংশ বা ৪.৩ টাকা, হাক্কানী পাল্পের শেয়ার দর বেড়েছে ৯.৮০ শতাংশ বা ৩.৫ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৮৪ শতাংশ বা ৩ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৯৫ শতাংশ বা ২.২ টাকা, লিগ্যাসী ফুটওয়্যারের ৫.৫৭ শতাংশ বা ২.৪ টাকা, বিচ হ্যাচারীর ৯.৬৯ শতাংশ বা ২.২ টাকা, গোল্ডেন হার্ভেস্টের ৭.৫৭ শতাংশ বা ৩.৪ টাকা, ফাইন ফুডসের ৬.৪৫ শতাংশ বা ১.৪ টাকা এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪ শতাংশ বা ০.৩ টাকা।
(দ্য রিপোর্ট/রা/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)