সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সাক্ষী হিসেবে সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে সাত সদস্যের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
ব্যাংক কর্মকর্তরা হলেন, সোনালী ব্যাংকের জিএম অফিসের সিনিয়র এক্সিকিউভ অফিসার (এসইও) মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আজিজুল হক চৌধুরী, এ কে এম মনসুর রহমান মল্লিক, সিনিয়র অফিসার (আইটি) মো. শফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের এসইও মো. সোহরাব হোসেন, এক্সিকিউটিভ অফিসার (ইও) মো. আসাদুজ্জামান, মিসেস হানিমা আহমেদ, চকবাজার শাখার এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবুল বাশার এবং নারায়ণগঞ্জ প্রিন্সিপাল অফিসের এজিএম মো. মুখলেছুর রহমান।
হলমার্ক কেলেঙ্কারির দায়ে মোট ৩৮টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে হলমার্কের সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৭টি মামলা করা হয়।
প্রসঙ্গত, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে। এরমধ্যে গত ৭ অক্টোবর ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের দায়ে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে সাত সদস্যের এ টিমের অন্যরা হলেন- উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইঞা, সহকারী পরিচালক মো. মশিউর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, মো. নাজমুচ্ছায়াদাত, উপ-সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান এবং মুহাম্মদ জয়নুল আবেদীন।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/রা/জেএম/ডিসেম্বর ০৯, ২০১৩)