দিরিপোর্ট২৪ ডেস্ক : শুষ্ক বাতাসের কারণে অস্ট্রেলিয়ার দাবানল আরও ছড়িয়ে পড়ছে। ব্লু মাউন্টেইনের কাছাকাছি অবস্থানরত অধিবাসীদের সিডনি থেকে সরে যেতে বলেছে দেশটির সরকার। খবর আলজাজিরার।

নিয়মিত বাহিনীর সঙ্গে অতিরিক্ত ৩ হাজার ৫শ’ ফাইটার ব্যবহার করেও বিশাল এলাকায় ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আগুন লাগা ৬০টি অঞ্চলের মধ্যে ১৮টি ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এদিকে, দাবানলের ফলে সিডনি ও এর আশেপাশের অঞ্চলে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে অত্যধিক তাপ অনুভূত হচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক শরীফ আতাউর রহমান দিরিপোর্ট২৪কে জানান, ঘটনাস্থলের প্রায় দেড়শ’ কিলোমিটার দূর থেকেও দাবানলের ফলে সৃষ্ট তাপ অনুভূত হচ্ছে। বিকেলের দিকে সাধারণত তাপ বেশি অনুভূত হয়।

এদিকে আবহাওয়াবিদেরা আশংকা করছেন সিডনির পশ্চিমে ব্লু মাউন্টেইনে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। রাজধানী সিডনিতে তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)