সারাদেশে মঙ্গলবারও হরতাল ডেকেছে জামায়াত
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামী মঙ্গলবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সংবিধান, সুপ্রীম কোর্ট রুলস এবং জেল কোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ এনে এ কর্মসূচি দিয়েছে দলটি।
সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে বলেন, ‘সরকার সংবিধান, সুপ্রীম কোর্ট রুলস্ ও জেল কোড লংঘন করে দ্রুত আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ আজ সোমবার দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ উপায়ে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা থেকে বিরত থাকবে। কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে যে, সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়। এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে মর্মে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্টারন্যাশনাল বার এ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস্ ওয়াচ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রাইব্যুনালের আইনকে কালো আইন ও ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন নয় বলে অভিমত দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত (এম্বাসেডর এ্যাট লার্জ) স্টিফেন জে র্যাপ চারবার বাংলাদেশ সফরে এসে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করেছেন। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে প্রহসন চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দেশবাসী বিস্মিত যে, আইন, সংবিধান, জেল কোডকে অবজ্ঞা করে সরকার তড়িঘড়ি করে রায় বাস্তবায়নের নামে আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। ট্রাইব্যুনাল থেকে জেলগেটে আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা পাঠানো সম্পূর্ণ বে-আইনী বলে আইনজীবীগণ মত দিয়েছেন। সুতরাং এক্ষেত্রেও আইনের অনুসরণ করা হয়নি। সরকারের নিকট আইন, আদালত, সংবিধান কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়। সরকারের উদ্দেশ্য হলো যেকোন উপায়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা।’
তিনি অভিযোগ করেন, ‘একদলীয় প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। সরকার কার্যত অচল হয়ে পড়েছে। এই মুহূর্তে তড়িঘড়ি করে আব্দুল কাদের মোল্লার রায় কার্যকরের নামে তাকে হত্যা করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হলে আওয়ামী লীগকে ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হবে।’
(দ্য রিপোর্ট/ কেএন/নূরু/ এমডি/ ডিসেম্বর ০৯, ২০১৩)