পুলিশের চরিত্রে ববি
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি। আর এই চলচ্চিত্রে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি।
পিংকী চলচ্চিত্র প্রযোজিত ‘অ্যাকশন জেসমিন’ মূলত লেডি অ্যাকশন নির্ভর চলচ্চিত্র। এ সম্পর্কে ববি বলেন, ‘১৫ ডিসেম্বর থেকে এফডিসিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দর্শক আমাকে অন্য রূপে দেখতে পাবেন। আর ইফতেখার চৌধুরী তো অ্যাকশন চলচ্চিত্রের জন্য জনপ্রিয়। পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা নিয়ে আমি অনেক এক্সাইটেড।’
ববি ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করবেন রোজ, মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলাসহ আরো অনেকে।
(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)