দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র পৌঁছে গেছে। আমি নিজে পদত্যাগপত্রগুলো সেখানে দিয়ে এসেছি।’

সোমবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, এখন তারা পদত্যাগপত্র গ্রহণ করবেন কি করবেন না সেটা তাদের বিষয়।

এর আগে, সোমবার দুপুর সোয়া ১২টায় প্রেসিডেন্ট পার্কে উপস্থিত সাংবাদিকদের এরশাদ বলেন, ‘আমার মহাসচিব তিনদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুরছেন, তারা পদত্যাগপত্র নিচ্ছেন না। এ নিয়ে অনেক ধূম্রজাল সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, গত শনিবার, রবিবারও মহাসচিব গিয়েছিলেন। কিন্তু ওরা বলেছে অফিস বন্ধ, এখন নেওয়া যাবে না। সোমবারও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আছেন।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)