প্রতারণার অভিযোগে ২ আদম ব্যবসায়ী আটক
প্রতারণার শিকার নাজমুল ইসলাম বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে নিউজিল্যান্ড যাওয়ার উদ্দেশে এসএস গ্রুপে যোগাযোগ করি। চুক্তি অনুযায়ী তাদেরকে ১ লাখ টাকাও দেই। তাদের কথামত ভিসা আনতে ভারতের দিল্লিতে যাই। সেখানে জানতে পারি আমাদেরকে জাল ভিসা দেয়া হয়েছে। দেশে এসে টাকা ফেরত চাই। তখন গড়িমসি করে প্রতিষ্ঠানের মালিকরা। পরে উত্তরা থানায় অভিযোগ করি।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, প্রতারণার শিকার ১০ থেকে ১২ জন থানায় এসে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।এর প্রেক্ষিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১/এ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছি।
(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)