দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় অবরোধকারীদের ককটেল ও ইটের আঘাতে আহত হয়েছেন রিকশাচালক হারেছ মিয়া (৫০) ও বাসচালক আবু বকর (২৮)।

আজিমপুর ছাপড়া মসজিদের সামনে সোমবার রাত ৭টা ২০ মিনিটে হারেছ মিয়া (৫০) ককটেল হামলার শিকার হন। তিনি জানান, দুর্বৃত্তরা তার রিকশা লক্ষ্য করে ককটেল ছুড়লে তিনি আহত হন। তার ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। চিকিৎসা নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে আসেন।

অন্যদিকে, পুরানা পল্টন পুলিশ বক্সের সামনে সন্ধ্যা সাড়ে ৬টায় পিকেটারদের ইটের আঘাতে আহত হন বিহঙ্গ পরিবহনের চালক আবু বকর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আবু বকরের সহযোগী মো. কবির জানান, যাত্রী নিয়ে সদরঘাট থেকে মিরপুর যাওয়ার পথে পিকেটাররা তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। ইটটি চালকের ডানপাশের গ্লাস ভেঙ্গে আবু বকরের ডান চোখের নিচে বিদ্ধ হয়।

এদিকে, ডিএমসিতে অজ্ঞাতপরিচয় (২৮) এক ব্যক্তির লাশ পড়ে আছে। কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে এক সিএনজিচালক অ্যাকসিডেন্টের রোগী বলে ওই ব্যক্তিকে মেডিকেলে ভর্তি করে। তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। এ সময় সিএনজিচালক দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

তিনি আরো জানান, নিহতের পরনে সাদা চেক লুঙ্গি ও হলুদ স্টেপ শার্ট পরা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)