কক্সবাজার সংবাদদাতা : জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর কাফনের কাপড় ও বুলেটসহ একটি চিরকুট পৌঁছেছে। ডাকযোগে সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে পৌঁছানো হয় প্যাকেটটি।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

‘দেশ প্রেমিক জনতা, কক্সবাজার’ প্রেরকের নাম উল্লেখ করে প্যাকেটটিতে প্রাপকের নাম লেখা হয়েছে, সাখাওয়াত হোসেন, নিবার্চন কর্মকর্তা, কক্সবাজার।

যদিও বর্তমানে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে রয়েছে নুরুল হাসান ভূঁইয়া।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভূঁইয়া দ্য রিপোর্টকে জানান, প্যাকেটটিতে এক টুকরো কাফনের কাপড় ও একটি টু টু রাইফেলের বুলেট রয়েছে। এছাড়া সংক্ষিপ্ত একটি চিরকুটও আছে। তবে চিরকুটে কি লেখা রয়েছে তা তিনি জানাতে রাজি হননি।

নুরুল হাসান ভূঁইয়া এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

(দ্য রিপোর্ট/কেএন/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)