শাবিতে ছাত্রদলের ধর্মঘট বুধ ও বৃহস্পতিবার
সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাবিপ্রবি ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শেষ হয়।
মিছিল থেকে ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি ও ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)