দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আলোচনা শেষ হয়ে যায়নি। যিনি আলোচনা করতে এসেছেন তিনি এ বিষয়ে জানাবেন।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সফররত জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক প্রসঙ্গে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে তারানকোর এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একে একে আসতে থাকেন বিএনপির সিনিয়র নেতারা। দীর্ঘ দিন আত্মগোপনে থেকে হঠাৎ করেই সোমবার রাতে দলীয় প্রধানের বাসভবনে আসেন তারা।

প্রথমে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক আসেন। এরপর আসেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাত ৭ টা ৩৩মিনিটে খালেদা জিয়ার বাসায় আসেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। রাত ৭টা ৪০মিনিটের দিকে অনেকটা দৌঁড়ে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭টা ৫৫ মিনিটে আসনে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ।

দল প্রধানের সঙ্গে তাদের সংক্ষিপ্ত বৈঠক।

বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সোনারগাঁও হোটেলে জাতিসংঘের বিশেষ দূত তারানকোর সংবাদ সম্মেলন করবেন। তার এই সংবাদ সমম্মেলনের পরেই বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরবে।

এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোশারররফ হোসেন বলেন, আন্দোলন চলছে। আন্দোলন অব্যাহত থাকেবে।

দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)