সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর কমিউনিটি ক্লিনিকে শনিবার সকালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস জেড আতিক, ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী শিলা রানী ঘোষ প্রমুখ।

প্রথম দিনে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ৩৩৬ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন-এ প্লাস টিকা খাওয়ানো হবে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

(রিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৫, ২০১৩)