দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টাফ সংকটের কারণে লক্ষ্যমাত্রা অনুসারে অর্জিত হয়নি কর অঞ্চল গাজীপুরের জরিপ কার্যক্রম। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ওই কর অঞ্চলের সংগৃহীত জরিপ সংখ্যা ৩১২৫। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ওই অঞ্চলের নির্ধারিত জরিপ লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার।

টিন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ও ‍গৃহ সম্পত্তি মালিকদের যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে করনেটের আওতায় আনার উপর এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের কর জরিপ ও পরিদর্শন বিভাগের সদস্য ড. আলাউদ্দিন বরাবর গাজীপুর অঞ্চলের কর কমিশনার এ কে এম বোরহানউদ্দিন প্রেরিত এক চিঠিতে এ বিষয় জানা গেছে।

জরিপ কার্যক্রম-২০১২ লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে লেখা ওই চিঠিতে বলা হয়, সার্কেল কর্মকর্তা, পরিদর্শক ও স্টাফ সংকটে জরিপ কার্যক্রম ব্যাহত হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)