জাকার্তায় কমিউটার ট্রেন দুর্ঘটনায় নিহত ৭
দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সোমবার কমিউটার ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
পুলিশের মুখপাত্র কর্নেল রিকওয়ান্তো জানান, দক্ষিণ জাকার্তায় এ দুর্ঘটনায় ট্রেনটির প্রকৌশলীসহ সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।
এসময় দুর্ঘটনা কবলিত ট্রেনের একটি বগির পাশে একটি যাত্রীবাহী গাড়িকে পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
ট্রেনটির পরিচালনাকারী কোম্পানি পিটিকেএআই’র মুখপাত্র ইভা চেয়ারুনেশিয়া জানান, সেন্ট্রাল জাকার্তায় যাওয়ার পথে দুপুরের দিকে ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রেনটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, সংঘর্ষের সময় ট্রাকটি তরল পেট্রোলিয়াম গ্যাস পরিবহন করছিল। তবে পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে গ্যাসোলিন ছিল।
এর আগে ১৯৮৭ সালে জাকার্তায় দুইটি ট্রেনের মুখামুখি সংঘর্ষে কমপক্ষে ১৫৬ জন যাত্রী নিহত হয়েছিল।
(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ডিসেম্বর ০৯, ২০১৩)