দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মেহেরপুর গাংনী পৌরসভা ভবন চত্বরে বুধবার রাত পৌনে ১২টার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। নৈশ প্রহরীরা ধাওয়া করলে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা দুটি ফেলে পালিয়ে যায়।

নৈশ প্রহরী মফিজুর রহমান জানান, পৌর চত্বরে ৩/৪ জন অজ্ঞাত লোক দেখে তিনি চিৎকার করেন। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পুলিশ এসে ব্যাগ থেকে দুটি বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোমা উদ্ধারকারী গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, লাল টেপ দিয়ে মোড়ানো বোমা দুটি তাজা ও শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান, ঘটনার ১০/১৫ মিনিট আগে তিনি পৌর কার্যালয় থেকে বেরিয়ে যান। তার প্রাণনাশের জন্য সন্ত্রাসীরা বোমাসহ এসেছিল বলে ধারণা করছেন তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৪, ২০১৩)