দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের সঙ্গে হোমস শহরের একটি সংযোগ সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে। কালামৌন পাহাড়ের আশ্রয় নেওয়া বিরোধীদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের কারণে এই সড়কটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। খবর বিবিসির।

সরকারি বাহিনী এ সময় এই সড়কের পার্শ্ববর্তী নাবাক শহরের অনেকটাই দখল করে নিয়েছে বলেও জানা গেছে।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার জানিয়েছে, সরকারি বাহিনী সড়কপথের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে। তবে শহরটি এখনও নিরাপদ নয়।

তবে সরকারপন্থি একটি সংবাদপত্র জানিয়েছে, সেনাবাহিনী ‘অল্প সময়ের মধ্যেই’ সড়কটি পুনরায় চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে। তারা বলছে, সরকারি বাহিনী নাবাক শহরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় এক শ’ জন বিরোধীকে হয় হত্যা না হয় আটক করা হয়েছে বলেও তারা জানিয়েছে।

যদিও বিরোধীরা ওই দাবি প্রত্যাখান করেছে। তারা বলছে, শহরের কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণ রয়েছে ও সেখানে লড়াই চলছে।

এর আগে বিরোধীরা সপ্তাহান্তে অভিযোগ করেছিল, সরকারি বাহিনী ওই শহরে হত্যাকাণ্ড চালাচ্ছে।

অন্য দিকে দ্য সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, একটি শিল্পাঞ্চলে পাঁচ শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইন্টারনেটে প্রকাশিত এমন কয়েকটি রক্তাক্ত ছবি দেখা গেছে।

লেবাননের সীমান্তবর্তী ওই পাহাড়ি এলাকায় নভেম্বরের মাঝামাঝি হেজবুল্লাহ সিরিয়ার বিরোধীদের উৎখাতের জন্য হামলা চালায়। এ সময় তারা অস্ত্র সরবরাহের গুরুত্বপূর্ণ এই সড়কটি কেটে ফেলে।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)