দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন চালকবিহীন বিমান ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। তিনি আরও  জানিয়েছেন, সোমবার পূর্বাঞ্চলীয় ইয়েমেনে একটি গাড়িতে এই হামলায় ওই ব্যক্তিরা নিহত হয়েছে। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় গাড়িতে থাকা যাত্রীসহ গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তিনি ওই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

দেশটির একটি অনলাইন সংবাদ সংস্থা জানিয়েছে, হাদরামৌত প্রদেশের আল-কাতান জেলার প্রধান সড়ক দিয়ে গাড়িটি যাচ্ছিল। আর এ সময় সেটি হামলার স্বীকার হয়।

হিউম্যান রাইটস ওয়াচ গত আগস্টে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় বহু লোক নিহত হয়েছে। তারা জানিয়েছে, এই ছয় বার ড্রোন হামলা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে।

এদিকে গত মাসে ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে বিমান হামলায় সন্দেহভাজন ১২ জন অস্ত্রধারী নিহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-র বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশটিতে ড্রোন হামলা পরিমাণ বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র সংস্থাটিকে ইসলামপন্থী সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে সক্রিয় সংগঠন হিসেবে উল্লেখ করেছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। কেননা ইয়েমেন বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের পাশেই অবস্থিত।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ১০, ২০১৩)