বগুড়ায় ২০ দোকান পুড়ে গেছে
বগুড়া সংবাদদাতা : বগুড়া শহরের রাজাবাজারে আগুনে ২০ মসলার দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টায় শহরের রাজাবাজারে মসলাপট্টিতে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ১০টায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করলেও পরে আরও দুটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাজারে ২০টির মতো মসলার পাইকারি দোকানের যাবতীয় মসলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮-১০ কোটি টাকাও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সোহেল রানা বলেন, রাজাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তদন্তসাপেক্ষে বের করা সম্ভব হবে কীভাবে এ বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ২০টি মসলার দোকান পুড়ে গেছে।
(দ্য রিপোর্ট/এএইচ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)