মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ায় পিকআপভ্যান ও মাইক্রোবাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় ৮/ ৯ টি গাড়িও ভাঙচুর করে তারা। মঙ্গলবার সকাল ৬টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি পেট্রোল পাম্প ও বাউশিয়ার বক্তারকান্দি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মেঘনা-গোমতী সেতুর কাছে ৬ থেকে ৭টি গাছ কেটে মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ জানান, পিকআপভ্যানে আগুন ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গেই পুলিশ আগুন নিভিয়ে ফেলে। তবে অন্য কোনো যানবাহনে ইটপাটকেল ছোঁড়া কিংবা ভাঙচুর করা হয়েছে কিনা তার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, গাছ কেটে মহাসড়কে ফেলে রাখলে পুলিশ গিয়ে তা সরিয়ে ফেলে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)