মাদারীপুর সংবাদদাতা : কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাদারীপুরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল চলছে।

জানা যায়, হরতালের সমর্থনে রাতে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ২টি ককটেল বিস্ফেরণ ঘটায় পিকেটাররা। তবে এ ঘটনা অস্বীকার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। দূরপাল্লার সব পরিবহন বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে কিছু লোকাল পরিবহন চলাচল করছে।

সকাল সাড়ে ৭টা পর্যন্ত হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং লক্ষ্য করা যায়নি। সোমবার রাতে মাদারীপুর-শরীয়তপুর আন্তঃজেলা সড়কে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। শহরের অধিকাংশ বিপণিবিতান বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এফএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)