দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় দুইটি উন্মুক্ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শিশু-কিশোরদের জন্য আয়োজিত তিনমাসব্যাপী কর্মশালায় থাকছে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান। ১৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে। এতে ৭ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া ১৩ ডিসেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চগীতিকবির গানের মাসব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, কর্মশালা দুইটিতে অংশগ্রহণের জন্য ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

(দ্য রিপোর্ট/ আইএফ/ এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)