ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে সমাবেত হাজারো মানুষ
দ্য রিপোর্ট ডেস্ক : বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মঙ্গলবার জোহানেসবার্গে সমাবেত হচ্ছেন হাজার হাজার মানুষ।
জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৯০ হাজার আসন বিশিষ্ট এ স্টেডিয়ামটিতেই শেষবারের মতো জনসম্মুখে এসেছিলেন ম্যান্ডেলা।
এছাড়া ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান অরল্যান্ডো, ডোনসোনভিল ও রান্ড স্টেডিয়ামে বড় পর্দায় দেখানো হবে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান শুরু হবে। চারঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান চলবে বলে আশা করা হচ্ছে।
ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আন্তর্জাতিক অঙ্গণের শীর্ষ নেতাদের সর্ববৃহৎ মিলন মেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে একশ’রও বেশি সাবেক ও বর্তমান সরকার প্রধান অংশ নেবেন বলে দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানান, ৯১টি দেশের বর্তমান সরকার প্রধান স্মরণানুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জিমি কার্টার, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ তার স্ত্রী লরা বুশ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও জন মেজরসহ অনেকেই এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো, জার্মান প্রেসিডেন্ট জোচিম গ্যঁক, ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার, স্পেনের যুবরাজ ক্রাউন প্রিন্স ফিলিপ, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো, ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জিসহ আরো অনেকে।
এছাড়া বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মী ও ইংরেজ সঙ্গীতশিল্পী পিটার গাব্রিয়েল, আইরিশ সঙ্গীত শিল্পী পল ডেভিড হিউজনসহ (বোনো) অনেক অভিনেতা-অভিনেত্রী ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে রোববার সারাদেশে ম্যান্ডেলার স্মরণে প্রার্থনা দিবস পালন করা হয়। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)