সরকারের আদেশ পেলে যেকোন সময় রায় কার্যকর
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি কাদের মোল্লার রায় সরকারের আদেশ পেলে যেকোনো সময় কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার ফরমান আলী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কারাগারের গেটে সংবাদিককদের কাছে তিনি এ কথা বলেন।
জেল সুপার বলেন, প্রচলিত বিধি-বিধান কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংশোধিত জেলকোড অনুযায়ী পরোয়ানা জারির দিন থেকে ৭ দিন কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ পাবেন। যেহেতু ৮ ডিসেম্বর তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে সেজন্য ওই দিন থেকেই সাত দিন ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে তার।
তিনি বলেন, তাকে (কাদের মোল্লা) রায়ের কপি, ট্রাইব্যুনাল অ্যাক্ট পড়ে শোনানো হয়েছে।
এ সময় জেল সুপার বলেন, তাকে (কাদের মোল্লা) জানানো হয়েছে আপনার একমাত্র পথ আছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। আপনি ক্ষমা চাইবেন কিনা? এর জবাবে কাদের মোল্লা স্পষ্ট কোনো মতামত দেননি।
(দ্য রিপোর্ট/ কেএ/শাহ/ এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)