সাভার সংবাদদাতা : ডা. মুরাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, মঙ্গলবার সকাল ১০টায় গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গলাচিপা গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. মুরাদকে শুক্রবার অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন রবিবার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শিক্ষার্থীরা জানায়, ডা. মুরাদ হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়।

(দ্য রিপোর্ট/শাহ/এসএস/ডিসেম্বর ১০, ২০১৩)