৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থগিত ২০১৩-১০১৪ শিক্ষাবষের্র ২০১৩-২০১৪ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী ২৭ ডিসেম্বর B ও H ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে দুইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।
১০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শেষ হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১০১৪ শিক্ষাবষের্র প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু করে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)