দ্য রিপোর্ট ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিক্ষোভকারীরা নির্বাচনের আগেই তার পদত্যাগের দাবি জানান। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা ইংলাকের পদত্যাগের দাবি জানিয়ে ‘জনগণের প্রধানমন্ত্রীকে’ তার স্থলাভিষিক্ত করার দাবি জানান।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইংলাক বিক্ষোভকারীদের প্রতি নির্বাচনের মাধ্যমেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সংবিধান অনুযায়ী অবশ্যই আমার দায়িত্ব পালন করব।’

এর আগে রবিবার বিরোধীদলীয় সব সংসদ সদস্য পদত্যাগ করার পর সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ইংলাক। তিনি আগামী বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

ইংলাক তার ভাই থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল হয়ে কাজ করছে- এ দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। সরকার পতনের এ আন্দোলনে গত শনিবার পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। ২০১০ সালের পর এটাই থাইল্যান্ডের সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট।

২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে বিভাজন দেখা দিয়েছে। ২০০৮ সালে থাকসিনের বিরোধীরা ব্যাংকক বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে রাখে। ২০১০ সালে তার সমর্থকরা দুই মাসব্যাপী বিক্ষোভ করে পুরো ব্যাংকক শহর অচল করে দেয়।

সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই বিক্ষোভ শেষ হয়। দুই মাসব্যাপী অবস্থান বিক্ষোভে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)