বিশ্বের সবচেয়ে শীতল স্থান
দ্য রিপোর্ট ডেস্ক : কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের সবচেয়ে শীতল স্থান শনাক্ত করা হয়েছে। অ্যান্টার্কটিকার কেন্দ্রস্থলে অবস্থিত এ স্থানটির তাপমাত্রা মাইনাস ৯৩.২ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ১৩৫.৮ ডিগ্রি ফারেনহাইট)।
গবেষকরা জানান, ২০১০ সালেই এ স্থানের খোঁজ পান তারা। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এ স্থানটি নির্ধারণ করা হয়েছিল।
প্রাপ্ত তথ্য বিভিন্ন স্পেস-বর্ন থার্মাল সেন্সরের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। তারা আশা করছেন এর মাধ্যমেই তাপমাত্রার কিছুটা তারতম্য হলেও বিশ্বের সবচেয়ে শীতল স্থান নির্ধারণ করা যাবে।
এর আগে ২১ জুলাই ১৯৮৩ সালে রাশিয়ার ভস্তক কেন্দ্র বিশ্বের সবচেয়ে শীতল স্থান হিসেবে পেয়েছিল। সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)
.