সুমনের বিজয় দিবসের বিজ্ঞাপন
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন নাট্যনির্মাতা মেজবাউর রহমান সুমন। ‘বিজয় ৪টা ৩১ মিনিট’ শিরোনামে এই বিজ্ঞাপনচিত্রটি বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হয়েছে।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ প্রসঙ্গে সুমন বলেন, ‘৯০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে অবরোধের মধ্যেই। এর কাহিনীও হরতাল-পিকেটিং নিয়ে।’
তিনি আরও বলেন, তারকা নয়, সাধারণ মানুষের অংশগ্রহণে নির্মিত হয়েছে ‘বিজয় ৪টা ৩১ মিনিট’।
এই বিজ্ঞাপনচিত্রের বাইরে আর কী করছেন জানতে চাইলে সুমন বলেন, ‘নাটক নিয়ে আমি এখন তেমন কিছু ভাবছি না। আরেকটি বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছে।’
(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১০, ২০১৩)