দ্য রিপোর্ট ডেস্ক : পিঠে পাঁচ ইঞ্চি লম্বা একটি ছুরি নিয়েই ১০ ঘণ্টা ঘুমিয়েছেন নিউ জার্সির ট্রেনটন এলাকার এক ব্যক্তি।

ট্রেনটন পুলিশ জানায়, রবিবার রাত ২টার দিকে মদ্যপ অবস্থায় মারপিট করার সময় ৪২ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি তিনি বুঝতে না পেরে ঘুমিয়ে পড়েন। ১০ ঘণ্টা পর ঘুম থেকে উঠে পিঠে ব্যথা অনুভব করলে তার ভাই পিঠে বিদ্ধ ছুরিটি দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তি শুধু বেঁচেই যায়নি, অল্প সময়েরর মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। (সূত্র : ইউপিআই)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)