সূচকে ধীরগতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তিন ঘণ্টার মাথায় সূচকে ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের মতোই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩১২ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৯ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৬৪৭ কোটি ৩৬ লাখ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৫৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭৭ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)