দ্য রিপোর্ট ডেস্ক : ১০০ বছরে শেষ হলো মধ্যযুগীয় ল্যাটিন অভিধানের প্রকাশনার কাজ। চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে মধ্যযুগীয় ল্যাটিন অভিধানের শেষ খণ্ড।

অভিধানটির ১৫টি খণ্ড এরইমধ্যে প্রকাশিত হয়েছে। অভিযানটির প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৭৫ সালে। তবে, ১৯১৩ সাল থেকে শুরু হয় এ অভিধানের প্রকাশনার কাজ। আর সর্বশেষ খণ্ডটি প্রকাশিত হবে এ বছরের ১১ ডিসেম্বর ব্রিটিশ অ্যাকাডেমি থেকে।

ব্রিটিশ অ্যাকাডেমির প্রেসিডেন্ট লর্ড স্ট্রেন অভিধানটিকে ‘এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক গবেষণা’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘অভিধানটি আমাদের ইংরেজি ভাষা সম্পর্কে আরো জানতে সাহায্য করবে। একইসঙ্গে ব্রিটেন যে ষষ্ঠ শতক থেকেই কলা ও সামাজিক বিজ্ঞানের প্রাণকেন্দ্র ছিল তা আমাদের সামনে নিয়ে আসবে।’

ব্রিটিশ একাডেমির মতে, রোমান যুগ শেষ হওয়ার পর এক হাজার বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানী, কূটনীতিক, দার্শনিক ও আইনজীবীরা ল্যাটিন ভাষা ব্যবহার করেছেন।

অভিধানটিতে ৫৪০ শতক থেকে ১৬০০ শতক পর্যন্ত ব্রিটেনে ব্যবহৃত ল্যাটিন শব্দগুলো লিপিবদ্ধ করা হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)