মিটফোর্ডের ৫ কর্মচারী ডিএমসিতে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে কর্মচারীদের সঙ্গে শিক্ষানবিস চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে (ডিএমসি) চিকিৎসা নিয়েছেন।
এরা হলেন- সুইপার বাবু (২৬) ও বাবুল (৪২), বাবুর্চি মো. ফজলু (৪৫), প্যাথলজি বিভাগের টেকনিসিয়ান আব্দুল আওয়াল (৪০) এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী মো. খোরশেদ (৪০)।
তৃতীয় শ্রেণীর কর্মচারী রাজু সিকদার জানান, সোমবার রাত আড়াইটার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে এক রোগীর রক্ত পরীক্ষা নিয়ে টেকনিশিয়ান ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই পাঁচ কর্মচারী আহত হন।
তিনি আরো জানান, ডিএমসিতে তারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
(দ্য রিপোর্ট/এসআর/রা/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)