আইপিও প্রক্রিয়া সহজীকরণ
ব্রোকারেজ হাউসে আবেদন জমা দেওয়ার প্রস্তাব বিএমবিএর
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। প্রস্তাবনায় বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আইপিও আবেদন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের ডিপিতে (ডিপোজিটরি পার্টিসিপেন্ট) জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে
বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রস্তাবনা গত সোমবার দুপুরে বিএসইসিতে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকালে প্রস্তাবনা জমা দেওয়ার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন বিএমবিএ সভাপতি মোহাম্মদ এ হাফিজ।
তিনি বলেন, ‘আইপিও আবেদন জমা দেওয়ার সময় থাকে পাঁচ দিন পর্যন্ত। এ ক্ষেত্রে আবেদনগুলো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের ডিপিতে জমা দেওয়ার জন্য বিএসইসির কাছে প্রস্তাব করেছি। ডিপির মাধ্যমে আবেদন করলে, আইপিও প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। আর আইপিওর রিফান্ড ওয়ারেন্ট বিতরণ ডিপির মাধ্যমে করতে সুপারিশ করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের লাইনে দাঁড়িয়ে আইপিওর টাকা জমা দেওয়া বা রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে হবে না। এ প্রস্তাব বাস্তবায়ন হলে বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হবে।’
এ হাফিজ বলেন, ‘যে কোন কোম্পানির আইপিও অনুমোদনের পর বিএসইসির ওয়েবসাইটে সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশের পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিএসইসি প্রস্তাব করেছে, এ কার্যক্রম ২৫ দিনের মধ্যে শেষ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) জন্য স্থানীয় অধিবাসীদের ৫ দিন আগে আবেদন জমা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যাতে কাট অব ডেট একই থাকে। এতে একই দিনেই প্রবাসী ও স্থানীয় অধিবাসীদের আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হবে। ফলে আইপিও লটারির কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে। এ প্রক্রিয়ায় টাকা বেশি দিন পড়ে থাকবে না। এটা হলে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে সেকেন্ডারি মার্কেটে যে কোন কোম্পানির লেনদেন চালু করা সম্ভব হবে।’
(দ্য রিপোর্ট/এনটি/নূরু/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)