দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুই ফরাসি সেনা নিহত হয়েছেন বলে ফরাসি প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।

প্রেসিডেন্টের তরফ থেকে এক বিবৃতিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বংগুইতে দুইজন ফরাসি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্যাঁসোয়া ওঁলাদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ১৬শ’ সেনা মোতায়েন করার পর এই প্রথম কোনো সেনা নিহতের ঘটনা ঘটলো।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করে মিচেল জোতোদিয়া। তিনি নিজেকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রথম মুসলিম নেতা বলে ঘোষণা দেন। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়।

মুসলিম সেলেকা বিদ্রোহীদের জোট খ্রিস্টান স্বৈরতন্ত্রের অভিযোগ এনে বোজিজেকে ক্ষমতাচ্যুত করে জোতোদিয়াকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করে।

এদিকে খ্রিস্টান সম্প্রদায়ও ‘অ্যান্টি-বালাকা’ নামে প্রতিরক্ষামূলক দল গঠন করে। দলটির অধিকাংশই বোজিজের অনুগত।

অন্যদিকে সেলেকা দলের সদস্যরাও আনুষ্ঠানিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। তাদের অনেকেই সেনাবাহিনীতে যোগ দিয়েছে।

(দ্য রিপোর্ট/ কেএন/রা/ এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)