চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে চার পুলিশ আহত হয়েছেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে চার পুলিশ আহত হন। পিকেটাররা দুটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়।

শিবিরের নগর (দক্ষিণ) শাখার প্রচার সম্পাদক জামিল আব্দুল্লাহ জানান, পুলিশ বিনা কারণে মিছিলে হামলা করে ব্যানার কেড়ে নিয়ে যায়।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুনুর রশীদ হাজারী জানান, নগরী শান্ত রয়েছে। বড় কোনো ঘটনা ঘটেনি।

এদিকে সাতকানিয়ার আধার মালিক এলাকায় দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় রাবার বুলেট ছোড়ে।

চট্টগ্রাম দক্ষিণ সার্কেলের এএসপি একেএম ইমরান হোসেন জানান, পিকেটাররা মিছিল বের করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/রা/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)