১০ ডিসেম্বর ম্যান্ডেলার জীবনের গুরুত্বপূর্ণ দিন
দ্য রিপোর্ট ডেস্ক : ১০ ডিসেম্বর, মঙ্গলবার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান।
১০ ডিসেম্বর ম্যান্ডেলার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৯৩ সালে এই দিনটিতে ম্যান্ডেলা গ্রহণ করেছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ম্যান্ডেলা অনুমোদন করেন দক্ষিণ আফ্রিকার সংবিধান। আর কাকতালীয় হবে এই দিয়েই অনুষ্ঠিত হচ্ছে তার স্মরণানুষ্ঠান।
৫ ডিসেম্বর চির প্রস্থান ঘটে এই মহানায়কের। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর চার মাস ১৭ দিন। (সূত্র : জিনিউজ)
(দ্য রিপোর্ট/ কেএন/নূরু/ এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)