দ্য রিপোর্ট ডেস্ক : শুধু সাংবিধানিক কর্তাব্যক্তিরাই গাড়িতে ‘লাল বাতি’ ব্যবহার করতে পারবে বলে রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এর ফলে দেশটিতে ভিআইপিদের গাড়িতে ‘লাল বাতি’ ব্যবহার নিষিদ্ধ হল। খবর এনডিটিভির।

সর্বোচ্চ আদালতের মঙ্গলবার দেওয়া এ রায় অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কেবিনেট মন্ত্রী, রাজ্য প্রধান, দেশটির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক ও পার্লামেন্টের উভয় কক্ষের প্রধানরা গাড়িতে ‘লাল বাতি’ ব্যবহার করতে পারবেন।

কেন্দ্র ও রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এ কর্তাব্যক্তিদের তালিকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকার এই তালিকা বাড়াতে পারবে না বলে সতর্ক করে দিয়েছে আদালত।

পুলিশের গাড়ির সঙ্গে সাংবিধানিক কর্তাব্যক্তিদের গাড়ির পার্থক্য করতে পুলিশের গাড়ি ও জরুরি কাজে ব্যবহৃত গাড়িগুলোকে ‘নীল বাতি’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জনস্বার্থে করা এ মামলায় আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। দেশটিতে ভিআইপিদের ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত ‘লাল বাতি’ ও সাইরেন প্রায়ই রাস্তার ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক সমস্যার সৃষ্টি করে।

সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায়কে স্বাগতম জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক টুইট বার্তায় তিনি জানান, ‘এটা খুবই বিস্ময়কর যে, কিছু মানুষ ক্ষমতার প্রতীককে বিয়ে করে ফেলেছেন! যদি প্রধানমন্ত্রীরই ‘লাল বাতি’ প্রয়োজন না হয়, তাহলে অন্যদের কেন তা লাগবে? আমি এখন থেকেই আমার অফিসের গাড়িগুলো থেকে লাল বাতি তুলে নেওয়ার নির্দেশ দেব।’

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)