আরামিট সিমেন্টের রাইট অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক: আরামিট সিমেন্টের রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫০২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোট ১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার সাধারণ শেয়ারের বিপরীতে ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি)রাইট শেয়ার ছাড়বে আরামিট সিমেন্ট। ফেসভ্যালু ১০টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যুমূল্য ধরা হয়েছে ১৫ টাকা। অর্থাৎ রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ২৫ কোটি ৪১ লাখ টাকা মূলধন সংগ্রহ করবে।
সংগৃহীত মূলধন দিয়ে কোম্পানি লোকাল স্পেয়ার্স ও এক্সেরসরিজ প্রোকিউরমেন্ট, সিভিল ওয়ার্ক, ইরেকশন ও কমিশনিং এবং ব্যাংক হতে গৃহীত মেয়াদী ঋণ ও অন্যান্য দায় পরিশোধ করবে।
এর রাইট ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ‘এএএ’ কনসালটেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারস লিমিটেড।
রাইট ইস্যু রুলস-২০০৬ ও প্রাসঙ্গিক অন্যান্য আইনকানুন সঠিকভাবে পরিপালন করায় বিএসইসি এ কোম্পানির আবেদন অনুমোদন দিয়েছে।
(দ্য রিপোর্ট/আরএ/নূরু/এইচকে/ডিসেম্বর ১০, ২০১৩)