দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের চোখ একপ্রকার ‘ফাঁকি দিয়ে’ বের হয়ে যান।

রাজধানীর বারিধারার ৭ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তারানকোর সঙ্গে তারা বৈঠকে বসেন।

দুপুর ৩টার দিকে বৈঠক শেষ হয়। কিন্তু বাইরে শতাধিক সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে সেখানেই থেকে যান তারা। এরপর সন্ধ্যার দিকে সাংবাদিকদের ‘চোখ ফাঁকি’ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, এর আগে দুপুর ১টা ১০ মিনিটে তারানকো ওই বাসায় প্রবেশ করেন। সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুল জাতিসংঘের বিশেষ দূত তারানকো প্রবেশের আগেই ওই বাসায় আসেন।

(দ্য রিপোর্ট/এসএ/নূরু/এমসি/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)