দ্য রিপোর্ট ডেস্ক : মঙ্গল গ্রহে স্বাদু পানির লেক থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। প্রাচীন এই লেকটির পানি নাকি জীবন-ধারণের উপযুক্ত ছিল! খবর জিনহুয়ার।

মহাবিশ্বের মিশন নিয়ে গবেষণায় আগ্রহী দলটি মঙ্গলের উপরিভাগের পাললিক শিলার সেট নিয়ে বিশ্লেষণ করেন। ইয়েলোনাইফ বে নামে পরিচিত গেলে ক্রেটারের সাইটটি নিয়ে তারা গবেষণা চালান। ছয়-চাকার যানরূপী একটি বিজ্ঞান গবেষণাগার ২০১২ সালে আগস্টে মঙ্গল গ্রহে পাঠানো হয়। মূলত এর তুলে আনা ছবি ও শিলার ভিত্তিতেই এ গবেষণাটি চালানো হয়।

গবেষণায় বলা হয়েছে, কাদামাটির মতো এ শিলাগুলো অনেক বছর আগে পুরোপুরি কাদা অবস্থায় ছিল। একটি পর্বতকে ঘিরে প্রায় ১৫০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছিল এ লেকটি। এটি ৩.৬ বিলিয়ন বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। লেকটি অনেক বছর টিকে ছিল বলেও ধারণা করছেন গবেষকরা।

গবেষকরা জানান, গবেষণায় দেখা গেছে, লেকটি ছিল শান্ত ও স্বাদু পানির। এতে জীবন-ধারণের উপযোগী কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার বিদ্যমান ছিল। বিজ্ঞানীদের মতে, এ ধরনের লেক সাধারণ জীবাণুদের জীবন ধারণের উপযোগী।

গবেষণাকর্মটি ইউএস জার্নাল সাইন্সে প্রকাশিত হয় এবং সোমবার তা সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের ভূবিদ্যা ইউনিয়নের বৈঠকে উপস্থাপিত হয়।

গবেষক দলের সদস্য ও জার্নালটির সহ-লেখক ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক সঞ্জিব গুপ্ত বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে, আমরা মঙ্গলে কোনো প্রাণের লক্ষণ পাইনি। আমরা যা পেয়েছি তা হল, বিলিয়ন বিলিয়ন বছর আগেকার মঙ্গলের উপরি অংশে অবস্থিত গেলে ক্রেটার লেকটি জীবাণুদের টিকে থাকার উপযোগী ছিল।’

এ গবেষণা কর্মটি মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় ‘একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ’ হিসেবেও মন্তব্য করেন সঞ্জিব গুপ্ত।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১০, ২০১৩)