দ্য রিপোর্ট ডেস্ক : এবার মা হলেন বলিউডের অন্যতম আকর্ষণীয় নায়িকা আয়েশা টাকিয়া। রেস্টুরেন্ট ব্যবসায়ী ফারহান আজিম ও আয়েশা দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক ছেলে সন্তান।

আয়েশা টাকিয়া তার টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার এক পোস্টের মাধ্যমে এ খবরটি প্রকাশ করেন।

টুইটারে আয়েশা লেখেন, ‘অনেক দোয়া ও শুভকামনার জন্য আবু ফারহান আজিম, আমি ও আমাদের ছেলে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ ও ভালবাসা জানাচ্ছি।’

বলিউডে আয়েশার পথচলা শুরু হয়েছিল মূলত বিজ্ঞাপনে অভিনয়ের মধ্যে দিয়ে। স্বাস্থ্যকর পানীয়ের একটি বিজ্ঞাপনে শহীদ কাপুরের সঙ্গে পর্দায় প্রথম দেখা গিয়েছিল শৈশবের আয়েশাকে। পরবর্তীতে মিউজিক ভিডিওতে অভিনয়ের মধ্যে দিয়ে জনপ্রিয়তার সিঁড়িতে পা রাখেন বলিউডের এ হার্টথ্রব নায়িকা।

তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- টারজান দ্য ওন্ডার কার, সালাম-ই-ইশক, ওয়ান্টেড ইত্যাদি।

(দ্য রিপোর্ট/এআইএম/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)