বিএনপির তিন দিনের কর্মসূচি
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস, বুদ্ধিজীবী ও নির্দলীয় সরকারের দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত মঙ্গলবারের এক বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১৪ ডিসেম্বর শনিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা এবং সকল মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং রাজধানীতে সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ওই দিন বিকেলে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর রবিবার সারাদেশে সকল ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা ও মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কেবলমাত্র ঢাকামহানগরীতে ইতোপূর্বে ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের পরিবর্তে বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর সারাদেশে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হবে। ভোর সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ওইদিন সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।
(দ্য রিপোর্ট/টিএস-এমইচ/নূরু/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)