দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দল ছাড়াও নির্বাচন বৈধ হয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পোশাক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে গার্মেন্টস শিল্পের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৈঠকে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শ্রীলঙ্কা ও নেপালের নির্বাচনের উদাহরণ দেখিয়ে বৈঠকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিরোধী দল বলছে তারা নির্বাচনে না এলে নাকি নির্বাচন বৈধ হবে না। আমি তাদের বলবো শ্রীলঙ্কা ও নেপালের নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন। সেখানের নির্বাচনেও কোন বিরোধী দল ছিল না। তাহলে কি তাদের নির্বাচন বৈধ হয়নি?’
বিরোধী দল আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘এখন তো কোন আন্দোলন হচ্ছে না। আন্দোলনের নামে হচ্ছে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড। যে দলের জন্ম আন্দোলনের মধ্যদিয়ে, সে দলকে যদি বিরোধী দল আন্দোলনের ভয় দেখায় তাহলে কেমন হয়। এ যেন সূর্যের সামনে কুপি জ্বালিয়ে বললাম, সূর্য তোমাকে আলো দেখালাম।’
শ্রমিক নেতাদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘মন্ত্রণালয় থেকে ৮টি জোনাল ক্রাইসিস টিম করা হয়েছে। সবাই জোনাল ক্রাইসিস টিমের সদস্য হন। সকল সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনার মাধ্যমেই অর্ধেক সমস্যার সমাধান হয়।’
মন্ত্রী বলেন, ‘মঙ্গলবার আমরা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করলাম। এরপর মালিক ও বায়ারদের সঙ্গে বৈঠক করা হবে।’
রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন কারখানার ৭০ জন পোশাক শ্রমিক ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
(দ্যরিপোর্ট/এসআর/নূরু/এমসি/ডিসেম্বর ১০, ২০১৩)