দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন থার্টিফাস্ট নাইটে প্রায় এক শ‘ কিলোমিটার এলাকা জুড়ে সাড়ে চার লাখ আতশবাজির আয়োজন করে রেকর্ড করতে যাচ্ছে বিশ্বের অন্যতম অভিজাত শহর দুবাই। সমুদ্রতীরে আয়োজিত নতুন বছরের এ প্রদর্শনী দেখা যাবে শহরের যে কোনো স্থান থেকে। খবর গাল্ফ নিউজের।

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করতেই বুর্জ খলিফা, বুর্জ আল আরব, দ্য পাম জুমেইরা ও অ্যাটলান্টিস দ্য পামের মাঝে এ নয়নাভিরাম আতশবাজি প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে দুবাই কর্তৃপক্ষ।

৯৯.৪ কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত সাড়ে চার লাখ আতশবাজির এ প্রদর্শনী ছয় মিনিট স্থায়ী হবে।

এর আগে সর্বোচ্চ আতশবাজির বিশ্ব রেকর্ড ছিল কুয়েতের। ২০১২ সালে সমুদ্রতীরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ৬৪ মিনিট স্থায়ী এক আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে বিশ্বরেকর্ড করেছিল দেশটি।

দুবাইয়ের আতশবাজির নকশা পরিকল্পনায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্রুসি। প্রতিষ্ঠানটি এর আগে ২০০৮ সালে পাম আটলান্টিস দ্য জুমেইরার উদ্ভোধনকালে আতশবাজির নকশা করেছিল।

ছয় মিনিটের বিশ্ব রেকর্ড শেষে আরো ১৫ মিনিট জুমেইরা সমুদ্রতীরের এক কিলোমিটার এলাকা জুড়ে আতশবাজি অব্যাহত থাকবে।

মুসলিম অধ্যুষিত এলাকা হলেও বিশ্বের মুসলিম-অমুসলিম সকল পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুবাই। আর এ আকর্ষণ বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শহরটি।

(দ্যরিপোর্ট/এআইএম/নূরু/এসকে/ডিসেম্বর ১০, ২০১৩)