কথা বলেই গিনেসবুকে!
দ্য রিপোর্ট ডেস্ক : একটানা ৮৪ ঘন্টা রেডিওতে কথা বলে বিশ্ব রেকর্ডের গিনেসবুকে নাম তুললেন দুবাইয়ের দুই রেডিও জকি (আরজে)। এর আগে এই রেকর্ড ছিল ৭৭ ঘন্টা ১১ মিনিটের। খবর খালিজ টাইমসের।
সিন্দু বিজু ও মিথুন রমেশ নামের ওই দুই আরজে দুবাইয়ের জনপ্রিয় রেডিও চ্যানেল হিট ৯৬.৭-এ একটি মিউজিক শো উপস্থাপনা করতে গিয়ে এ রেকর্ড তৈরি করেন। এর আগে সিঙ্গাপুরের রেডিও চ্যানেল হট ৯১.৩-এর আরজে ডু এ রেকর্ডের অধিকারী ছিলেন।
সোমবার সকাল ৫টায় তাদের মিউজিক শোটি ৮৪ ঘন্টা সময় অতিক্রম করার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তারা। এ সময় তাদের শত শত ভক্ত দুবাইয়ের আল বাসার এলাকার লুলু হাইপারমার্কেটের সামনে উপস্থিত হয়ে তাদেরকে অভিনন্দন জানায়।
(দ্য রিপোর্ট/এআইএম/নূরু/এসকে/ডিসেম্বর ১০, ২০১৩)